শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১০৪

কুকুর ভোগা মন্দ নহে।
কেউ কেউ ডাক ছাড়িলে সাধু শান্ত মনে রহে।।
অসাধুর প্রাণ কাঁপে, কি করিব মনে জপে।
সাধু সজাগ হইয়া পড়লে চোর বান্ধিলে উপায় নাই।।
আশেক সরলপথে আছে, সদা প্রাণ খোদার কাছে,
বোকা লোকের ভোগাভুগি শান্ত মনে সাধু রহে।।
আবদুল আযীয আপন বেশে, থাকে সদা নিজের দেশে।
কুকুর ভোগায় শান্তি পাইল চঞ্চলা মন কভু নহে।।