শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১০৩

ছেরাতুল মুস্তাকিম রাহে তাহার সন্ধান।
অবুঝেরা বুঝতে নারে ইহার প্রমাণ।।
সিধা রাস্তা যাকে বলে, ছেরাতুল মোস্তাকিম ফলে।
সাদেক মন তাকে দিলে, বিমুখে রয় কেরামান।।
সিধা পথে যারা রবে, সৃষ্টি প্রেমের খবর নিবে
ছোট বড় কোথা পাবে, এ পথে নাই ইহার স্থান।।
কাম ক্রোধ লোভ মায়া, মোহ মাৎসর্য ছুটে গিয়া।
সাধনবলে সাধু হইয়া মনের মানুষ লাভবান।।
আবদুল আযীয অর্থ বোঝে, ছেরাতুল মোস্তাকিমের মাঝে।
মশগুল হইয়া রহে পথে, স্ব মাশুকে নিকেতন।।