মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৪২

তোমারে পাইতে গিয়ে, তালাসিয়ে পড়েছি ফাঁকে।
সদানন্দে থাক তুমি, প্রেমিকের বাঁকে।।
বন্ধু অ, হইয়া তোমার ভিখারী, পরিয়া কলঙ্কের শাড়ি
পাগলিনীর বেশ ধরি, জিজ্ঞাসি যাকে তাকে।।
বন্ধু অ, 'অহুয়া মা আকুম, আয়না মা কুনতুম'
ঘুচিল যতেক ভ্রম, শুনিয়া তোমার মুখে।।
বন্ধু অ, লাগাইয়া প্রেমের ডুরি, 'হু' নামের দিয়া বেরী
ধ্রুব নেত্রে নেহার করি, দেখি সর্ব মাখলুকে।।
বন্ধু অ, জাহের নাম প্রকাশিয়া, বহু রূপে রূপ ধরিয়া,
অভক্তেরে ধোকা দিয়া, থাক মোমিনের বুকে।।
বন্ধু অ, বুঝিলে তোর প্রেম খেলা, ঘুচায়ে ত্রিতাপ জ্বালা
ভক্তের সাথে উলা মেলা, ধরা পড় এক ডাকে।।
বন্ধু অ, পাব তোমায় করি আশা, তোতা মিয়া জীর্ণ দশা।
তোমার প্রেম পরশে দিয়া, শিশি থাকে প্রেমের মৌচাকে।।