শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১১১

নম্রতাই সু-স্বভাবের মূল।
নম্রতার তাজ যার শিরে, লাভ করিল একূল সেকূল।।
সাতানব্বই ভাগ নম্রতাতে, দুই ভাগ রইল শাসনেতে।
চিনল যারা বুঝল তারা, মুর্শেদপুরে আছে সেই মূল।
আদর্শ জগতে আছে, জ্ঞান পাওয়া যায় তাহার পাছে।
তাই এলেম চেরাগ বলে জারী আছে ইহার বোল।।
ইদ্রিছ পয়গম্বর ছিলেন, মরণ শ্রেণী পাশ হইলেন।
নম্রতাতে ফাঁকে পড়ে আজরাইল হয় আকূল।।
আবদুল আযীয ভেদ পাইয়া, সাতানব্বই পাছ করিয়া।
দুভাগের শান্তি মাঝে না রাখিল গণ্ডগোল।।