কালা শাহ রচিত গানসমূহ
- অধম কালাশায় বলে (গান নং ২১১)
- অনাথেরই নাথ বন্ধু, প্রাণবন্ধু কালা সোনা (গান নং ৪)
- অন্তরে অন্তরে, দেখনা ভাই চিন্তা কইরে (গান নং ১১৮)
- অভাবের কারণে, ভাব ওঠেনা মনে (গান নং ২১৮)
- অসীম গুণের গুণী তুমি, লুকাও কি কারণ (গান নং ৩)
- আওয়াজ বিনে কি ধন আছে এই সংসার (গান নং ৫৬)
- আগে তো জানিনা আমি, মুর্শীদ কেমন ধনরে (গান নং ১২৭)
- আচ্ছালামু আলাইকুম, করলে মিয়া ভাই (গান নং ৫৮)
- আছলাম আলাইকুম দিলাম সভায় মোমীনগণ (গান নং ২১৭)
- আজব ধান্দা এ দুনিয়া, এ কী আজব কারখানা (গান নং ৬৬)
- আপে আল্লা কাদির গনি, সবাকার সাই (গান নং ১৬৮)
- আমার আমার কে কয় কারে (গান নং ২৩৫)
- আমার এশকের ছোড়ানি রইলো কামিনীর কাছে (গান নং ৯১)
- আমার কাদির গনি, প্রেমের ভাণ্ডার দিলো মাইয়ার ঠাই (গান নং ৯০)
- আমার ধানে হয়না খৈ (গান নং ১১৪)
- আমার নবী বিনে গো, ও প্রাণ সই (গান নং ৮৩)
- আমার নবী বিনে দুজাহানে, কেউ নাই আপনা গো (গান নং ২১৯)
- আমার বাকসো ভাঙিয়া মাল নিলো গো রসের কামিনী (গান নং ৩৯)
- আমার মওলাজির কুদরতের খেলা কে বুঝবে রে ভাই (গান নং ১১০)
- আমার মন হইলোনা তার মনের মতন (গান নং ৯৮)
- আমার মনের আগুন গো প্রাণসই (গান নং ২০৯)
- আমার মুর্শীদ পরশমণি গো (গান নং ১৯৯)
- আমার শুকাইলো পিরীতের ফল (গান নং ১২১)
- আমারে চিনতে গেলে সোজা রাস্তা হয় ব্যাকা (গান নং ২০৭)
- আমারে দিলায় গো মুর্শীদ, নফস রাজার জেলেতে (গান নং ১০১)
- আমারে বানাও গো আল্লা তোমার দেওয়ানা (গান নং ২১২)
- আমায় আমি চিনতে গেলে (গান নং ২৩৬)
- আমায় কেউ ভালোবাসে না গো (গান নং ১৯৩)
- আমি আনন্দে আনন্দে দিমু প্রাণ (গান নং ১৯৬)
- আমি কই ছিলাম, কই আসিলাম, কই যাইমু গো (গান নং ১৬৩)
- আমি কই সকলই ধর্ম, অধর্ম আর কিছু নাই (গান নং ২১০)
- আমি করি কি উপায় (গান নং ১১৬)
- আমি কোন গুণে পাইমু তারে (গান নং ১৪২)
- আমি গুনাগার, সদাই ইন্তেজার (গান নং ৭)
- আমি জানিনা কখন, স্বপনে তুমি প্রেমের মহাজন (গান নং ৯৯)
- আমি তো বুঝিনা কথা (গান নং ৬১)
- আমি তোমার কলের গাড়ি (গান নং ২০২)
- আমি দুষি হইলাম বন্ধু, তোমারই দরবারে (গান নং ১৮২)
- আমি দেখতে চাইলে দেখিনা তোমারে (গান নং ১৯১)
- আমি যে বান্দা গুনাগার আজিম (গান নং ১১)
- আরবের বাসী নিরে বন্ধু, ও বন্ধু কই গিয়া লুকাইলে (গান নং ৯৫)
- আরে মন তুমি বোঝো তোমার মত কেহ নাই (গান নং ১০৩)
- আলিফের সঙ্গে মীমের দামাম আছে ভাই (গান নং ৯৬)
- আলিমুল গায়েব খোদা, পড়িয়াছি ভাই কোরাণে (গান নং ৬৫)
- আল্লা আল্লা বল ভাই যত মোসলমান (গান নং ৭৬)
- আল্লা কাদির গনি সাই (গান নং ২৪০)
- আল্লা পরওয়ার সবাকার, মালিক মোক্তার (গান নং ১)
- আল্লাহু নাম জপিলে নিস্তার (গান নং ১৭২)
- আল্লাহুম্মা ছল্লিয়ালা দরুদ মোস্তফার (গান নং ৮৫)
- আশিকের বাজারে চল, মাশুক প্রেমে খেলবো লাই (গান নং ২২৪)
- আসসালামু আলাইকুম, করলে মিয়া ভাই (গান নং ১৬৭)
- আয়না তোরা কে কে যাবি (গান নং ১০৪)
- আয়না দমের বংশী বাইতে যাই ভাই প্রেমের সাগরে (গান নং ৪২)
- আয়রে সোনা বন্ধু তরে দিলাম জাতি কুল (গান নং ৪৩)
- ইলমি ছাড়া ফকীর হয়না, কোন কিতাবে পাইলে ভাই (গান নং ৭৪)
- এ জমানার সুন্দর নারী কেয়ছা বাজিগর (গান নং ২৯)
- এ সংসারে দেখতে পাই, মান্য গণ্য কিছু নাই (গান নং ২৮)
- এই রূপ যৌবন আমার (গান নং ১০০)
- এই সংসারে মাইয়ার প্রেমে পুরুষ রইলো বান্ধা (গান নং ৬৭)
- এশকে তেরি, হইয়াছি ভিখারী (গান নং ৭৮)
- এশকে মজে আদম তনে, আপে মওলায় রঙ্গ খেলায় (গান নং ৩৫)
- এশকো ছাড়া কোন চিজ পয়দা হইলো রে ভাই দুনিয়ায় (গান নং ৩৬)
- এশকো ছাড়া খাইলা মারা (গান নং ৪৯)
- ঐ শোন গো বাঁশির ধ্বনি শোনা যায় (গান নং ২২০)
- ও জলে ভাসা জার্মানী (গান নং ১৬৬)
- ও বন্ধু আমার কার কুঞ্জে রহিলো (গান নং ২৩৪)
- ও মন চাও যদি মানুষে (গান নং ২২৯)
- ও মন, চিনরে আপন, মুর্শীদ কেমন ধন (গান নং ৪৬)
- ও মুর্শীদ কও, কথা কও শুনি (গান নং ৪৪)
- ও মুর্শীদ, আমারে ভাসাইয়া জলে (গান নং ২৪২)
- ও মোমীন আওহে আও (গান নং ২৪১)
- ও মোমীন দেখছো নি, বে-নামাজীর জিন্দেগানী (গান নং ২২৮)
- কই তোমারে আল্লা বলো, শোনোরে মনাই (গান নং ১১১)
- কলঙ্কিনী হইলাম বন্ধু তোমার লাগিয়া (গান নং ১৮৪)
- কাম তরঙ্গে হইলে যাদুমণি কামেরই তরঙ্গ (গান নং ১২৫)
- কালনাগে দংশিলো মোর পরাণি গো সখী (গান নং ১৫৯)
- কালরূপ তোর ভুলিতে না পারি (গান নং ২৩৩)
- কালাশা তুই দোষী ভবে, লোকে বলে জাদুগীর (গান নং ৩৮)
- কালাশা তুই রঙ্গে রসে, ভুইলে রইলে নামটি তার (গান নং ৯৩)
- কালাশা তোর দশটি ঘড়ি, ছয়টা চাবি দিলো তার (গান নং ৬২)
- কালাশার সাধের যৌবন কাম নদীতে ভাইসে যায় (গান নং ৯২)
- কালায় মোরে কইরাছে ডাকাতি গো সখি (গান নং ২৪৮)
- কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু পড়হে মোমীন (গান নং ১৫৮)
- কি যাদু করিলো বন্ধু মোরে গো সখী (গান নং ১৪৫)
- কি সন্ধানে মওলা ধনে, বসাইলো প্রেমের বাজার (গান নং ৬৩)
- কুদরতের সাগর, বান্ধিয়াছে কলের ঘর (গান নং ১১৯)
- কুল পাবে না, নবীজি বিনে কূল পাবে না (গান নং ১২৯)
- কে আমায় বল পাগল করিলো (গান নং ১৮৬)
- কেন মরলেনা মন তুই ভাবেরই মরা (গান নং ১৮৮)
- কেশ বরণ সাকো আল্লা, হীরার বরণ ধার (গান নং ২৩৭)
- কোথা হইতে আইলায় মিয়া (গান নং ১৫০)
- কোনজন তোমার আদম শহরে (গান নং ১১২)
- ক্ষণে আগুন, ক্ষণে পানি, ক্ষণে ক্ষণে হয় সাঁতার (গান নং ৮০)
- খবিশা রমণীগণ রাখেনা সোয়ামীর মন (গান নং ১৬০)
- খোদা তুমি রহিম রহমান (গান নং ২৪৩)
- গাছের গুণ আছে, ঘুইরে আয় মন, ঐ গাছের কাছে (গান নং ১২৮)
- গুরু গুণে শিষ্য ফলে, বিচি গুণে গাছ (গান নং ১০২)
- গুরু গো, দয়াল গুরু, পার করো আমারে (গান নং ৭২)
- গুরু ধর, মন ঠিক কর (গান নং ২০৫)
- গুরু ভবে পরম ধন, চিনলে না অজ্ঞান মন (গান নং ১২০)
- চন্দ্ররে বান্ধিয়া করো সাধনা (গান নং ৮১)
- চাইর চীজে বানাইলো ইস্টিমার (গান নং ২৩১)
- ছমিউন বছির নাম, লতিফুল খাবীর (গান নং ৮৬)
- ছল্লিআলা পড়ো রাত্রদিন (গান নং ২২৬)
- জগতে শান্তি আছে কার (গান নং ২০৩)
- জন্মিয়া ঠেকিয়াছি ভবে (গান নং ৫০)
- জাগিলে না হবে ঘর চুরি, মন বেপারী (গান নং ২০)
- ঝাপ দিলে কী হবে নদীতে (গান নং ১৮৭)
- ঠিক করিয়া দে গো মুর্শীদ, ঠিক করিয়া দে (গান নং ৪৫)
- ডাকলে কি লাভ, না দেখলে নয়নে (গান নং ১৫১)
- ডাকি আমি বন্ধু তোমারে, দেখা দিয়া মোরে (গান নং ১৮১)
- তুমি আল্লা কাদির গনি, তোমা বিনে কেউ না জানি (গান নং ৩১)
- তুমি আল্লা পরওয়ার, তুমি বিনে নাই কাণ্ডার (গান নং ২৩)
- তুমি একজন মহামুনি, আমি তোমায় চিনি না (গান নং ১৬২)
- তুমি নবী উম্মতের কাণ্ডার (গান নং ১৪)
- তোমরা শুনছো নি গো ললিতে (গান নং ৬৮)
- তোমরা হও যদি জ্ঞানী (গান নং ৫৯)
- তোমার ঘরেও সুখ নাই, বাইরেও সুখ নাই (গান নং ২)
- তোমার দেহের মক্কা মদীনার খবর রাখো নি (গান নং ১৩০)
- তোমার লাগিয়া রে বন্ধু, তোমার লাগিয়া (গান নং ১৪১)
- তোরা অন্যে জানবায় কেমনে (গান নং ৬৯)
- দমে দমে পড়ো জিকির, আল্লাহু আল্লা (গান নং ১৭৪)
- দুই নয়ন ভরিয়া রূপ দেখ গো সখী (গান নং ১৩৬)
- দেখ ভাই, আমার মত ঈমানদার আর কেহ নাই (গান নং ১৫৫)
- দেখ ভারতবাসী ভাই, আমাদের আর উপায় নাই (গান নং ২০৮)
- দেখ মন তর কলবের ভিতর (গান নং ১৬১)
- দেখবে যদি মন মনুয়ায় (গান নং ২০০)
- দেখরে ভাই আপনার তন (গান নং ১৫৬)
- দেখরে ভারতবাসী, গলেতে দুধারা ফাঁসি (গান নং ২১৬)
- দেখরে মন তালাশ করি, হায়াতের কাছারি (গান নং ২৬)
- দেখলে নি মন চিনবায় গো তারে (গান নং ১৯০)
- দেখা দিয়ে জীবন রাখো, সহেনা পরাণে বন্ধুরে (গান নং ১২২)
- দ্বীন দুনিয়ার ভবে আল্লারই রসুল (গান নং ১৭০)
- ধর ধর সন্ধান করি, ঘাট বান্ধা কল শেখো ভাই (গান নং ২১৩)
- ধরো গিয়া তারে রে মন, ধরো তারে (গান নং ১৩৪)
- ধাইপুর বাড়ি কালাশারই, আগে ছিলো ত্রিপুরা (গান নং ৭৫)
- নবীজির চরণে ধরি, বাইয়া যাও মন নামের তরী (গান নং ৮)
- নামাজ পড় মোমীনগণ, নামাজে হয় দিলরুশন (গান নং ৩০)
- পঞ্চ চন্দ্র ভেদের কথা শিখিয়া লওরে ভাই (গান নং ৪১)
- পাক নাপাকের ভেদ জানিনা, জ্বলিয়া হইলাম আঙ্গার (গান নং ১০৯)
- পাগল করিলে রে বন্ধু, পাগল করিলে (গান নং ১৪০)
- পাগল সাজিলাম বন্ধু তোমারও লাগিয়া (গান নং ১৮৩)
- পীরের বর্জক ভুইলোনা কখন (গান নং ২৪৪)
- প্রথমে আল্লাজির নাম লইয়া (গান নং ৭৭)
- প্রথমে আল্লাজির নাম, ভেজিয়া দুরুদ সালাম (গান নং ১৬৯)
- প্রাণ বন্ধুরে বাজাইয়া মুরলী, পরাণে বধিলায় মোরে (গান নং ৮৯)
- প্রাণ বন্ধে মাইলো গো, কলিজায় খেদঙ্গ তীর (গান নং ৪৭)
- প্রেম কইরো না ও সজনী, প্রেম করা বিষম জ্বালা (গান নং ১৪৩)
- প্রেমখেলা সকলে জানেনা, পাষাণ মনা (গান নং ২৩২)
- প্রেমের গুরু কল্পতরু, চিনলে নারে মন আমার (গান নং ১০৫)
- প্রেমের বাজারে শীঘ্র চল, দিন গেলো (গান নং ১৭)
- ফকীরি কি মুখের কথা জানোরে মন (গান নং ১৯)
- বন্ধু আমার নয়ন মণি (গান নং ১৪৯)
- বন্ধু আমার শ্যাম চিকন কালা (গান নং ১৪৭)
- বন্ধু আমি ছাড়মুনা তোমারে (গান নং ১৩৫)
- বন্ধু আমি হইলাম কীসে দুষী (গান নং ১৩৭)
- বন্ধু তোমার গুণের সীমা নাই (গান নং ২২৭)
- বন্ধু বিনে বাঁচে না জীবন (গান নং ১৫)
- বন্ধু মোরে করলে কলঙ্কিনী (গান নং ১৯৫)
- বন্ধুরে নি দেখছো গো, কও গো তোমরা কই গেছে (গান নং ৪৮)
- বন্ধুরে পরাণের বন্ধু আমি পাইমু নি তোমারে (গান নং ৭০)
- বন্ধে কি জানি করিলো গো (গান নং ১৯৭)
- বন্ধে কি জানি কি করিলো গো (গান নং ১৯২)
- বন্ধে কী প্রেম শিখাইলো গো (গান নং ১৯৪)
- বন্ধে মোরে দিয়া গেলো ফাঁকি গো সখী (গান নং ১৬)
- বন্ধের জ্বালায় শরীর কালো, সহেনা পরাণে আর (গান নং ৫১)
- বন্ধের প্রেমে হইলাম কলঙ্কিনী গো (গান নং ১৯৮)
- বন্ধের লাগি হইলাম উদাসীনি (গান নং ১৮)
- বলো গুরুজী, খোদার আসল ছুরত ছবি কি (গান নং ১৭৫)
- বানাইয়া আদম তরী, লুকাইলে কই মেস্তরী (গান নং ৩৪)
- বাবা খাজা সাহেবের রওজা শরীফ, আজমিরি গুলজার (গান নং ৮৪)
- বাড়ি আমার কন্দিল শহরে (গান নং ১৪৬)
- বাড়ি তোমার বলো কোন শহরে (গান নং ১৫৪)
- বিসমিল্লা সোবহান আল্লা বলিয়া (গান নং ৬)
- বিসমিল্লাতে পয়দা হইলো এই দুনিয়া সব ঠাই (গান নং ১৫৭)
- বেইল থাকিতে ধরো পাড়ি, যদি যাবে সেই পারে (গান নং ১১৩)
- বেশরা হারামখুর, না চিনে ঈমানের নূর (গান নং ২৭)
- ভবে টাকায় কয় গো কথা (গান নং ৫৪)
- ভবে দেখরে আজব লীলা (গান নং ৫৩)
- ভবে বুঝলে কি আর চলে চলা (গান নং ১২৩)
- ভবে মানুষ কয় কারে, নি তারে (গান নং ১২৬)
- ভাব মেলে তো ভাবুক মেলে না (গান নং ২০১)
- ভেজো দুরুদ সোনার মদীনায় (গান নং ১৭৯)
- ভেদ বুঝাইয়া খুশী করো মন (গান নং ২৪৫)
- মওলাজি তোমার রহিম নামটি থাকিতে (গান নং ৮২)
- মওলানা জান শরীফ বাবা, ডাকি তোমারে (গান নং ১২৪)
- মদীনাতে রওজা শরীফ, যাই কেমনে (গান নং ২৩৯)
- মদীনাবাসী নিরে বন্ধু, ও বন্ধু, এসো এ আসরে (গান নং ৯৪)
- মন তুই মানুষ যদি হবে (গান নং ২৩০)
- মন তোরে দুষিনি আমি, দুষি আমার আক্কলেরে (গান নং ১৩২)
- মন তোরে বুঝাইমু আর কত (গান নং ২৪৭)
- মনের কপাট দেখনা খুলে (গান নং ১৭৬)
- মনের মানুষ দেখবি যদি, চল দিলবরের শহরে (গান নং ৬৪)
- মরি হায় হায় জীবন গেলোরে দুরাশায় (গান নং ৯)
- মাইয়া সাধন করবে যদি, মুর্শীদ কেন ভজনা (গান নং ১০৬)
- মাইয়া হইলো ডিগরা রশি, পুরুষও ছাগল (গান নং ১০৭)
- মাইয়ার কাছে কী ধন আছে, আমার কাছে বলো মন (গান নং ৫৭)
- মানুষ কী ধন, মানুষ বলে কারে (গান নং ১৪৮)
- মানুষ জনম যায় বিফলে, আর কি জনম হবে ভাই (গান নং ৯৭)
- মানুষে মানুষ বিরাজ করে (গান নং ১৮৯)
- মুর্শীদ আমারে করো পার (গান নং ১৩৩)
- মুর্শীদ আমি কীসে দোষী (গান নং ৬০)
- মুর্শীদ ও সোনার মুর্শীদ, আমারে চিনি না (গান নং ৭৩)
- মুর্শীদ ধন, চিনলেনা মন, দেখলেনা ভাবিয়া (গান নং ১৩৯)
- মুর্শীদ ধর তন বিচার, মওলার নাম লইয়া কাম কর সার (গান নং ৩৭)
- মুর্শীদ বিনে কে আছে কাণ্ডারী, মন ভিখারী (গান নং ১১৭)
- মুর্শীদ ভজো মন, থাকিতে জীবন (গান নং ১০)
- মুর্শীদ রূপ যার লাগে নয়নে (গান নং ১৭৭)
- মোহাম্মদ মোস্তফা জপো নাম (গান নং ১৭১)
- যা করো তা করো সকালে (গান নং ২২৫)
- রূহ না চিনিলে সকলই অচিন (গান নং ১৭৮)
- রোজা কি ধন, নামাজ কেমন জানো নি (গান নং ১৩১)
- লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল (গান নং ২৩৮)
- লাইলাহা ইল্লা লাহু বল দিন গেলো (গান নং ২১)
- লাইলাহা ইল্লা লাহু মোহাম্মদ রসুলুল্লা (গান নং ২২)
- লাইলাহা ইল্লাল্লাহু পাক সোবাহান ১ (গান নং ৫৫)
- লাইলাহা ইল্লাল্লাহু পাক সোবাহান ২ (গান নং ৮৭)
- লাইলাহা ইল্লাল্লাহু সদাই কেন জপোনা (গান নং ২৪)
- লাইলাহা কালেমা পড়ো মন (গান নং ৮৮)
- লেখাপড়ায় কী কাম দিবে, বাতেনী ভেদ জানো ভাই (গান নং ১৬৪)
- শফিউল মজনবি নাম তোমার (গান নং ১৩)
- শরীয়তে মারেফতে লাগলো রে বিষম বাদ (গান নং ১৫২)
- শাহজালাল নামে শ্রীহট্ট মোকামে (গান নং ২২২)
- শুনছো নি কয়বরের বিবরণ (গান নং ১৭৩)
- শুনহ মোমিন, দুনিয়া কঠিন, মিছা মায়া এই সংসার (গান নং ৫)
- শোনো আমার গুরুধন, করি আমি নিবেদন (গান নং ৩৩)
- শোনো আশেকান, খোদাকে চিনিবার কি সন্ধান (গান নং ৭৯)
- শোনো দুঃখ কালাশার, মালমাত্তা বেশুমার (গান নং ৩২)
- শ্যামের অন্বেষণে মিলিবো দুইজন (গান নং ১৫৩)
- সত্য বল ও প্রাণ সখা (গান নং ১৮৫)
- সন্ন্যাসী বানাইলেরে বন্ধু (গান নং ১৬৫)
- সাঁতার জানলে দিও সাঁতার (গান নং ২১৪)
- সাত রঙ্গে কামনদী হইয়াছে (গান নং ১৮০)
- সাধন জানিনা গো গুরু, সাধন জানি না (গান নং ৭১)
- সাধন সিদ্ধি হইলো না মোর, মানুষ জনম বৃথা যায় (গান নং ১০৮)
- সাপ ধরিতে চাও যদি মন, আগে করো সাধনা (গান নং ৪০)
- সোনা বন্ধে মোরে দিলো প্রেম ফাঁসি (গান নং ১৩৮)
- সোনাবন্ধু, বন্ধুরে, আমার প্রতি হইলে পাষাণ (গান নং ২২১)
- সয়নারে ভাই উকুনের জ্বালা (গান নং ১১৫)
- হইলি না তুই নবীজির অধীন (গান নং ১২)
- হাশরে তরাইবা নিরঞ্জন (গান নং ২০৬)
- হায় গো সখি, গিয়াছিলাম জলের দায় (গান নং ২৪৯)
- হায়রে অজ্ঞান মন, কেন করো উচাটন (গান নং ২০৪)
- হায়রে আফসোস, হায়রে হায় (গান নং ২১৫)
- হায়রে বন্ধু, তোমার প্রেমে এতই ডাকাতি (গান নং ২২৩)
- হায়রে মন পাগেলা, বইসো তুমি নিরালা (গান নং ২৫)
- হায়রে সোনা বন্ধু তোমায় দিলাম এ জীবন যৌবন (গান নং ১৪৪)
- হায়রে হৃদয়পুরে লাগিয়াছে প্রেমের আগুন (গান নং ৫২)
- হৃদবাগানে বন্ধুরই আসন (গান নং ২৪৬)