কালা শাহ রচিত গান নং ১০৬

মাইয়া সাধন করবে যদি, মুর্শীদ কেন ভজনা ।
ওরে, মুর্শীদ না ভজিলে তোমার সাধন সিদ্ধি হবে না ।।
মাইয়ার সঙ্গে করো সঙ্গ, কাম তরঙ্গে দিয়া ভঙ্গ ।
ওরে প্রেমতরঙ্গে সাঁতার খেলো, সাধবস্তু যাবেনা ।।
মুর্শীদের কাছে শিখোরে তাও, তুফানে না ভাঙবে নাও ।
অকূল নদী পার হইয়ে যাও, ঢেউয়ে মারা যাবেনা ।।
সেই নদীতে উজান ধারা, পাড়ি দিলে যাবে মারা ।
ওরে দম ছিকলে টানরে গুন, নাওতো মারা যাবে না ।।
কাম নদীতে তুফান ভারী, সন্ধান করি ধরো পারি ।
হবেনা তর মাল চুরী, সেই ভেদ শিক্ষা করো না ।।
অধম কালাশায় বলে, শোনো ভাই মানুষের দলে ।
নফস রাজা বাধ্য করো, নইলে সারতে পারবে না ।।