কালা শাহ রচিত গান নং ৭

আমি গুনাগার, সদাই ইন্তেজার,
ডাকি বারেবার ইয়া মোহাম্মদ ।
তোমারই চরণও যে করেছে সাধনও,
সাফল্য জীবন হইয়াছে তার ।।
তুমি নূর নবী, ইসলামও রবি,
তরাইবায় উম্মত সবই করিয়া গুনজার ।
আখেরী গুনাগার, আনিয়াছো উদ্ধারের ভার,
তুমি বিনে সেই দিনে না দেখি নিস্তার ।।
তোমারই চরণ, করিয়া স্মরণ,
অকূল সাগরে দিয়াছি সাঁতার ।
করো বা না করো পার, ক্ষতি কিবা আছে আর ।।
আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার ।
আমি গুনাগার, চরণে তোমার,
কালাশারে নিজগুনে করিও উদ্ধার ।