কালা শাহ রচিত গান নং ২২১

সোনাবন্ধু, বন্ধুরে, আমার প্রতি হইলে পাষাণ
আমি চাইনা তোমার ভালবাসা, তোমায় দেখলে বাঁচে প্রাণ ।।
আমার প্রতি হইলে পাষাণ
ডাকলে যেজন দয়া করে,
দয়াল বইলে কে কয় তারে গো
না ডাকলে যে দয়া করে, তারে বলি দয়াবান ।।
দয়াময় নামটি ধরো, ঘৃনা আমায় কেন করো গো
ঘৃনা যদি করো মোরে, কেন আমার দিলা জান ।।
দয়ামায়া নাই অন্তরে, আমি কান্দি তোমায় ধরে গো
নিদয়া নিষ্ঠুর বন্ধু, একবিন্দু না করলে দান ।।
কালাশার এই বাসনা, তোমায় বিনে প্রাণ বাঁচেনা গো
যা ইচ্ছা লয় তাই করো, তোমাতে সইপেছি প্রাণ ।।