কালা শাহ রচিত গান নং ৫৯

তোমরা হও যদি জ্ঞানী
ত্রিপুনিতে ডুবিয়া দেখো কামলাক রূহিনী ।।
নিত্যই নিশ্বাসে খেলা করে মহামণি
সেই যে পরম গুরু, কামের কামিনী ।।
লাহুতের বেচাকেনা করে যে, হয় ধনী
নির্ধনিয়ার অসার জীবন, তার দধির ভাণ্ড পানি ।।
স্ত্রীর সঙ্গে করে রঙ্গ, যে সাধিয়াছে মণি
লাখেরও বেপারী সে, চালায় মহাজনী ।।
মাইয়া নদীর ঘাটে যদি, খেলায় নিরবধি
ছুটবেনা পরশমণি, থাকতে জিন্দেগানী ।।
কুলবিল মোমীন আরশিল্লা, হাদীসের বাণী
মোমীনের দিল আল্লার আরশ, খেলোয়াড় রব গনি ।।
খেওয়া তরী শুকনায় পড়ি রইলো কালাশারই
সমুদ্রে চালায় জাহাজ সারেঙ আর চুকানী ।।