কালা শাহ রচিত গান নং ১১০

আমার মওলাজির কুদরতের খেলা কে বুঝবে রে ভাই
কত রঙ্গে করে খেলা, মওলার গুণের সীমা নাই ।।
কেহই ধনী, কেহই মানি, কেউরে করছে কাঙালিনী ।
কেউ হইয়াছে কুইড়া আতুর, ভাইরে চক্ষু-মক্ষু নাই ।।
অপার মহিমা তার, বুঝতে পারে সাধ্য কার
হাকিমুল হাকিম খোদা, সবাকার সাঁই ।।
গড়িয়া আসমান জমি, চন্দ্র-সূর্য্য দেখতে খুবি ।
কোন কৌশলে ঘোরে তারা, দিশা নাই পাই ।।
চন্দ্র-সূর্য আকাশে ঘোরে, আছে ভেদ তার হৃদয়পুরে
মুর্শীদ ভইজে ভেদবিধি শিখিয়া লওরে ভাই ।।
বানাইয়া আদম-হাওয়া, বেহেশতে দিলায় খাইতে মেওয়া ।
কার ফেরে গন্দম খাইলো মওলা, বেহেশতে হয়নাই ঠাই ।।
এক দানা খয়রাত দিলে, দশ দানার বরকত মিলে ।
ঐ দানা গন্ধম দানা মওলা, তোমার কোরাণেতে পাই ।।
তোমার কুদরতের সাথে, না পারে কেউ এই জগতে ।
প্রজা ছাড়া রাজার রাজ্য, কিছু স্বার্থ নাই ।।
চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি ।
কালাশা পাগলের মতো মওলা তোমার গুণ গাই ।।