আল্লাহু নাম জপিলে নিস্তার (চিতান)
(এগো)জপো নাম অবিশ্রাম, ঘুইচে যাবে অন্ধকার ।।
আসা যাওয়া করে দমে, মন তুমি রইয়াছো ঘুমে গো ।
(এগো) যে মিশিয়াছে দমে নামে, দমে দমে হয় দিদার ।।
রূহের মাঝে হুহের বাসা, বাতাসে দৌড়ায় হামেশা গো ।
(এগো) বাদের আসন, বাদের বসন, বাদে খাড়া এ সংসার ।।
লাহুতেতে উৎপত্তি, মলকুতে বাদের বসতি গো ।
(এগো) নাভিকুণ্ডে দিয়া তালা, নাছুতে বিলায় প্রেম পসার ।।
কালাশায় কয় মনানন্দে, খেলা করো বাতের সঙ্গে গো ।
(এগো) বাদের সঙ্গে মিশিয়া গেলে, দেখবে তখন কেবা কার ।।