বাড়ি তোমার বলো কোন শহরে ।
কেবা তোমার মাতা, কেবা তোমার পিতা
জন্ম লইলা কাহার উদরে ।।
হায়রে আটে আর দশে মিল
আঠারো মোকামে খিল, কে দিলো তোমারে ।
মক্কা আর মদীনা, ত্রিপনির ঠিকানা
কোন দেশেতে বুঝাই দেও আমারে ।।
ছয় হাজার গেজা, ছয় হাজার বাচ্চা
বলো শুনি হইলো কি প্রকারে ।
হরদমেতে এক দম, কোন দমেতে আদম
কি ধন, বুঝাইয়া দেও আমারে ।।
কোথা হইতে উঠে ধ্বনি
কোথায় তোমার মহামণি
কোথায় বলো, থাকে কোন শহরে ।
মোকামে মাহমুদা, সুলতানে নাছিরা
ত্রিকোলা কোন পাকেতে ঘোরে ।।
কাফ লাম শীনে জবর দিলে তিনে
নামের পাখি হাওয়ার কলে ঘোরে ।
লাহুত মলকুত নাছুত জবরুত, চারি তারেতে
এক তার হইলো কি প্রকারে ।।