কালা শাহ রচিত গান নং ২৪

লাইলাহা ইল্লাল্লাহু সদাই কেন জপোনা
হাশরে তরাইয়া লইবো করিম রব্বানা ।।
তোমার নিজ নূর দিয়া নূর নবী পয়দা কিয়া
সেই নূরেতে আদম ঘটনা
বেহেশতো ও দোজখ পয়দা, সেই নূরেতে করছে খোদা
বেহেশতে যাইবার সাধ থাকিলে নবী ভজোনা ।।
বানাইয়া আদম তরী, স্বর উপরে চলছে জারি,
লাহুতেতে করে ভ্রমণা ।
ত্রিপুন্নিতে দিয়া তালা, আঠারো মোকামে খেলা
সুলতানপুরে বসিয়ে বাঁশি বাজায় দেখোনা ।।
আদম তনে আছে খোদা, এক দম না হয় জুদা
বর্জক ধ্যানে পাবে ঠিকানা ।
থাকে সে ব্রহ্মপুরে বান্ধো তারে ভক্তির ডোরে,
হৃদয় কলে চাবি দিলে কখনো ছুটবে না ।।
নাসিকার দূরবীণ দিয়া, দেখো তারে নিরখিয়া
কলবেতে করো কল্পনা ।
কালাশার নাইরে দিশা, সোনা আমার হইলো সীসা
সীসা হইতে পরশমণি কেনা হইলো না ।।