মরি হায় হায় জীবন গেলোরে দুরাশায় । (চিতাঙ্গ)
না পুরিতে মনের আশা, জীবন তরী ভাইসে যায় ।।
আশা করি বৃক্ষ ধরি, ছায়া পাইবার আশায় ।
আশা করি যে ডাল ধরি, ডালে মূলে ভাইঙ্গা যায় ।।
তুমি না আর দিলে ছায়া, সাধ্য কি কার ছায়া পায় ।
আইসো বাবা ত্বরাই করি, জীবন তরী ভাইসে যায় ।।
দারুণ রবির তাপে মন মাঝি কান্দে হায় ।
কান্দাইলে ওগো বাবা অবোধ শিশুর কি উপায় ।।
দেখো বাবা সুরেশ্বরী, ধরি তোমার রাঙা পায় ।
তোমার পদে দিছি মাথা, যা করো তুমি আমায়,
সন্তানে কুকর্ম করে, ছাড়ে কি তার বাপ মায় ।।
আমি বাবা কর্মদোষে, কি করিমু হায় হায় তোমার আশে,
পাগলা বেশে ফিরি কত জঙ্গলায় ।
দারুণ ধুপের জ্বালায় বইসা কান্দে কালাশায় ।।