মাইয়ার কাছে কী ধন আছে, আমার কাছে বলো মন (চিতাঙ্গ)
তত্ত্ব না জেনে মত্ত হয়ে, কামরসে খোয়াইলে ধন ।।
সাধ কইরে পাতিয়ে বিছানা, পুষেছো কুম্ভীরের ছানা
রক্ত খাইয়ে শক্ত হইয়ে, নিলো তোমার সিংহাসন ।।
কামিনীর কারণে মইজে, যৌবন গেলো হাই-হুতাশে
হিসাব করে চাইয়া দেখ তুই হারাইলি ষোলো পণ ।।
ষোলো পণের জমিদারী, উসুল নাই তর কেবল বাকি
কি বুঝলিরে মন বেপারী, নিলাম হইলো তোর খাস দখল ।।
হইয়া গেলে পুঞ্জীহারা, বেপারের তোর নাইরে ছাড়া,
অনায়াসে খাইলি মারা, হারাইলি অমূল্য ধন ।।
প্রেম রসেরই যত কল, সকলই সাধনের বল,
কামের ঘরে জ্বলছে অনল, হুশিয়ারে কর চলাচল ।।
কামরস দখল করছে যারা, কাম কুম্ভীর তার নায়ের পাহারা
তার নায়ে নাই মাল বিজারা, পরশমণি দেখ সুজন ।।
মাইয়ার কাছে পঞ্চরস, কোন রসেতে হয় পরশ,
কোন রসেতে যোগী-ঋষি, কোন রসে বাড়ে সাহস ।।
পঞ্চরসের ভাব স্বভাব, যে পাইছে ঐ ভাবের ভাব,
কালাশার সকলই অভাব, দিশাহারা গেলো জীবন ।।