মনের কপাট দেখনা খুলে
(এগো) কোন কলে কলিমা ঘোরে, চাবি ঘোরে কোন কলে ।।
কোথা হইতে ওঠে ধ্বনি, কোথায় তোমার মহামণি গো ।
(এগো) নিত্যই নিঃশ্বাসে খেলে, দেখুম তারে কই গেলে ।।
কলিমাতে খুলবে তালা, কল পাইলে ফল মিলবো কালা গো ।
(এগো) দমের কুঞ্জি করো পুঞ্জি, বইসা বইসা নিরলে ।।
মন আমার দেহই নদী, জল সেচিলাম নিরবধি ।
(এগো) সিচি জল পাইনা কল, কল বিনে কি ফল মেলে ।।
লাহুতে ত্রিপুনির খেলা, বাজায় বাঁশি কদমতলা গো ।
(এগো) বাজে বাঁশি দিবানিশি, ধরমু তারে কোন কলে ।।
কাফ লাম শীনের তালা, জবর দিলে মিলবে কালা গো ।
(এগো) কলের চাবি বলে দিয়া, নিরবধি প্রাণ জ্বলে ।।