ধাইপুর বাড়ি কালাশারই, আগে ছিলো ত্রিপুরা
(আরে) কত দেশ ভ্রমণ করি, সুরেশ্বরই মূল গুড়া ।।
বয়স-বল-যৌবন ধন, খোয়াইলাম অকারণ
কি করতে আইলাম ভবে, কি করলেম কপাল পুড়া ।।
আমি অতি মূর্খমতি, কি হইবে আখেরে গতি
ইলমি ছাড়া গেলাম মারা, হইলো না মুর্শীদ ধরা ।।
পর্দাবাজ গ্রামে বাড়ি, ছিলো আমার বাপ-দাদারই ।
বাঞ্ছারামপুর থানা জারি, ব্রাহ্মণবাড়িয়া শ্বশুর বয় ধারা ।।
বাড্ডা গ্রাম শাদী করি, ছিলেম আমি বাড়ি
রঙ্গরসে কতই ঘুরি, আম বেপারে দেশছাড়া ।।
ধাইপুরেতে বসতবাড়ি, আতুয়াজান পরগনা ধরি
দিরাই থানায় মামলা করি, সুনামগঞ্জে হয় সারা ।।
মঈনুদ্দীন বেপারী দাদা, তমিজউদ্দিন জন্মদাতা
(আরে) প্রকাশিত নাম কালাশা ফকীর
আবদুল রাজ্জাক নাম জোড়া ।।