যা করো তা করো সকালে
সময়ে সাধন না করলে, করবে কি আর দিন গেলে ।।
আয়ু থোড়া, পন্থ যে দূর, কেমনে যাবে এতদূর গো
শীঘ্র যাইবার বাঞ্ছা থাকলে, চলো গুরুর রেহালে ।।
ত্রিশ হাজার বছরের পাড়ি, কূলকিনারা নাই তার খাড়ি গো
দমের ইঞ্জিল মোকাম মঞ্জিল, চিনবে কি আর প্রাণ গেলে ।।
মুর্শীদেরই রেলগাড়ি, মিনিটে ষাইটের পাড়ি গো
শীঘ্র শীঘ্র চড়ো গাড়ি, পার হবে ভক্তির বলে ।।
কাল গেলো তর কালের হাতে, করলেনা কাজ সময়মতে গো
শীঘ্র চলো গুরুর পথে, পাইবে রে লাভেমূলে ।।
কালাশায় কয় মনগুমানে, মারা গেলা এই জাহানে গো
কাম-ক্রোধ-লোভ-মায়ায় সব হারাইলাম মালেমূলে ।।