কালা শাহ রচিত গান নং ২২৯

ও মন চাও যদি মানুষে
ভক্তি রসের বাদাম দিয়া যাও সরল দেশে ।।
তোমার ভক্তির বাদাম টেইনে নিবো অনুরাগ বাতাসে ।।
রে মন ।।
ও মনরে, সরল দেশে যাইতে যদি কারো মনে লয়
ছাড়ো জাতি কুলমান ভাই, ঘৃণা লজ্জা ভয়
হিংসা নিন্দা কৈতব গুমান, নাইরে সেই দেশে
তোমার গরলাদি ছুটিয়া যাবে, সরল বিশ্বাসে রে মন ।।
ও মনরে, সরল রাজ্যের কার্য সব, সবই সরল
হিন্দু মুসলমান বইলে ভাই, কেউর নাই গরল ।।
আত্মবোধ সরল আত্মা থাকে যার অন্তরে
এক অন্ন সকলে খায়, এক পাটেতে বসে রে মন ।।
ও মনরে, সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো
রশি ছাড়া ফাঁসি দিয়া জীবিত প্রাণে মরো
সেই দেশেতে সবই মরা, মরা ভালোবাসে ।
জিতা মানুষ গেলে ধইরা, খায় মরা মানুষে রে মন ।।
ও মনরে ।।
স্বরূপ দেশে তিনটি শহর আছে তিন পাশে
তার মাঝে এক মণি, কান্দে আর হাসে
তাহার কান্দনের কথা কইতে বুক ফাটে
হাজার মণ ওজনের পাথর, তার চক্ষের জলে ভাসে রে মন
ও মনরে ।।
সরল দেশে একটি অক্ষর আছে চাইর বেশে
আল্লা নবী আদম মুর্শীদ, খেলে প্রেম বাতাসে ।
ভাইরে, কালাশায় বলে মন, রইলায়রে বেহুশে ।
সেই মানুষ ধরিতে চাও, তোমার বর্জক রাখো হুশে রে মন ।।