কালা শাহ রচিত গান নং ৯৫

আরবের বাসী নিরে বন্ধু, ও বন্ধু কই গিয়া লুকাইলে ।
দয়ার সাগর তুমি দেখা নাহি দিলারে বন্ধু ।।
ফাতেমা জহুরা বিবি, এমাম দুইজনারে বন্ধু ।
তোমার লাগিয়া কান্দেন, হইয়া বেফানা রে বন্ধু ।।
তোমার বিলালে কান্দে, হইয়া পেরেশানী রে বন্ধু
আজানের সঙ্গে তার নিকালে পরাণি রে বন্ধু ।।
আবু বকর, হযরত আলী, ওমর ওসমানে রে বন্ধু ।
তোমার লাগিয়া কান্দে পড়িয়া যমীনে রে বন্ধু ।।
সোনার মদীনা কান্দে, তামাম জাহান রে বন্ধু
মক্কা শরীফে কান্দে, কে নিলো পরাণ রে বন্ধু ।।
সরোয়ারে আলম তুমি জগতের কাণ্ডারী রে বন্ধু
উম্মতের কাণ্ডার তোমার নিজগুণে তরাইবায়
আশা কালাশার রে বন্ধু ।।