কালা শাহ রচিত গান নং ৮১

চন্দ্ররে বান্ধিয়া করো সাধনা ।
সর্বজ্ঞানী চন্দ্র সাধন, বরণ হয় কাচা সোনা ।।
সাতকলা এক বীজ ফুটাইছে, চন্দ্র ধরে সেই গাছে ।
গাছের একী ভক্তি বাঁকা, দেখলে হবে দেওয়ানা ।।
কাম ক্রোধ লোভ হিংসা মায়া, সেই গাছে ধইরাছে ছায়া
অমৃত ফলে বিষ মাখা, খাইলে প্রাণ আর বাঁচেনা ।।
আদিচন্দ্র সোনামুড়া, গরলচন্দ্র শয়তান গুড়া
সরলচন্দ্র মুর্শীদ জোড়া, নিজ চন্দ্র নিজ চেনো না ।।
ঐ সব চন্দ্রেরই মেলা, আকাশে পাতালে খেলা
পঞ্চ তরু, পঞ্চ গুরু, পঞ্চতত্ত্বে ভজনা ।।
পঞ্চ চন্দ্র যাবে ধরা, জীবিত প্রাণে হইলে মরা
মরতে পারলে দিবে ধরা, মরার আগে মরো না ।।
কাফ লাম শিন অক্ষরে, জবর দিয়া ধরো তারে
নামের পাখি হাওয়ায় ওড়ে, যোগ সাধিয়া দেখো না ।।