দ্বীন দুনিয়ার ভবে আল্লারই রসুল ।।
(চিতান) দ্বিনের রসুল, আল্লারই মকবুল
হাশরে যার দোয়া করবেন কবুল ।।
শোনো ভাই মোসলমান, ঠিক রাখো ঈমান
পড়োহে কুরাণে করিয়া একিন ।।
হাশরেরই ময়দান, ধূপে হবে পেরেশান
কোরাণ ধরিবে ছায়া মাথার উপর ।।
হায়রে হাদীসও কোরাণ, আল্লারই ফরমান
পড়োহে কোরাণ, দিয়া দিল ও জান ।।
বেদ্বীন ও বেঈমান, না মানে কোরাণ
জাহান্নামে যাইতে হবে, না হবে ও ভুল ।।
হায় পিয়ারা নবী, ইসলামও রবি
দুনু জাহানের ছকরাত ও কয়বর, কঠিনও হাশর
তরাবেন নবীজি পুলছিরাতের পুল ।।
ছকরাতের কালে, কালাশায় বলে
নবীজির নাম হয়না যেন ভুল ।।
যার হবে ভুল, বাড়িবে গণ্ডগোল
ভুল না হইলে ভাইরে বেহেশতে পাবে কুল ।।