কালা শাহ রচিত গান নং ১৫৩

শ্যামের অন্বেষণে মিলিবো দুইজন
আজি নিকুঞ্জ কানন ।
শ্যাম শ্যাম বইলে আমরা ত্যজিবো জীবন ।।
যাবৎ জীবন আমার ফিরি বনে বনে
আমরা শ্যামের কারণ ।
আকাশ পাতাল দেখি করিয়া ভ্রমণ ।।
চলো বন্ধুগণ, আছো যতজন, ফিরি বৃন্দাবন
আমরা শ্যামেরই কারণ ।
প্রাণ গেলে শ্যামের আশা ছাড়বো না কখন ।।
প্রেমেরই কারণ, জীবিতে মরণ,
নির্ধনিয়ার ধন, সেই মহাজন ।
মহাজনের মহাজনি, হিসাবে কর্ত্তন ।।
কালাশার দাহন, প্রেমের কারণ ।
প্রেম বিনে ঐ জগতে কিবা আছে ধন ।।