কালা শাহ রচিত গান নং ৩৪

বানাইয়া আদম তরী, লুকাইলে কই মেস্তরী (চিতাঙ্গ)
কি সন্ধানে গড়ো তরী, শুনলাম না হাতুড়ের বাড়ি ।।
আট বাক, বারো জোড়া, না লাগাইলো কাষ্ঠের ঘোড়া
কি হেকমতে করছে খাড়া, মন পবন তার সওয়ারী ।।
চারিজনে দেয় নায়ের পাহারা, দুইজনেতে টানে ধারা ।
দুইজনেতে বাজায় বাঁশি, দুইজন নায়ের প্রহরী ।।
নয় দরজা রাখছে খোলা, এক দরজায় মারছে তালা ।
নাট মন্দিরে করে খেলা, কলবে বাজে ঘড়ি ।।
উপর তলায় রাজকাছারি, পঁচিশ জন তার কর্মচারী ।
হাওয়ার কলে নিত্যই খেলে, দেখ চাইয়া প্রেম কাণ্ডারী ।।
অধম কালাশায় কয়, মেস্তরী সামান্য নয় ।
আমার মাঝে বাস করে, সে আমি না ধরতে পারি ।।