ভেদ বুঝাইয়া খুশী করো মন ।
ষোলো যোগে ভেদের কথা বুঝাইয়া দেও গুরুধন ।।
আসমান যমীন চান্দ সুরুজ, কোথা ছিলো বারো বুরুজ গো ।
এগো, কোন যোগে কোন আকারে, কোথায় ছিলো নিরঞ্জন ।।
অন্ধকার ধন্দকার, কোয়াকার আর নৈরাকার গো ।
এগো, অসুর সিংহ মারিজ জিন্নাত, কোন যুগে হইলো পাঞ্জাতন ।।
সত্য ত্রেতা দ্বাপর কলি, কোন যুগেতে এশকো জারি গো ।
এগো, এশকে পয়দা আপে খোদা, আদমকে করে সৃজন ।।
আলম আরোয়ার মাঝে, কয় রঙ্গে রূহানী সাজে গো ।
এগো, আব আতস খাক বাতে, কেমনে হইলো মিলন ।।
আষ্ট যোগ গোপনে রইলো, সেই যোগেতে কি কি হইলো গো ।
এগো, চার কেতাবে চার পয়গাম্বর,
কোন কোন যোগে হইলো মিলন ।।
পিতারই মস্তকে ছিলে, জননীর উদরে আইলে গো ।
কালাশায় কয় কি খাইলে, কে তোমায় করলো গঠন ।।