পাক নাপাকের ভেদ জানিনা, জ্বলিয়া হইলাম আঙ্গার ।
ওরে গাঙ্গে নিয়া সদাই ধুই ভাই, ছাড়েনা কালি তাহার ।।
আঙ্গারের যে কালি আছে, ধুইতে নিলাম গাঙ্গের কাছে ।
ওরে কালা তার ধলা হয়না, কি ছুরত দিল তার ।।
মায়ের গর্ভে ফুল ফোটে, নাপাকের দরিয়া গো ছোটে ।
ওরে বাপের ঔরসের মণি, তাতে জন্ম হইলো আমার ।।
আল্লাহু কাদির গনি, আমার জন্ম নাপাক পানি ।
ওরে কাপড়ে লাগিলে মণি, বলো নামাজ হবে কার ।।
ওরে নাপাকে যার জন্ম হয়, ধুইলে কি তার পাক হয়
ওরে হাউছ হিরিছে জন্ম হইলো জীব জন্তু দুনিয়ার ।।
পাক দরিয়ার ঘাটে চল, ডুব দিয়া হওরে তল ।
ওরে কালাশারে মন্দ বলো, ভেদ বিধি জান গিয়া তার ।।