বন্ধে মোরে দিয়া গেলো ফাঁকি গো সখী
বন্ধে মোরে দিয়া গেলো ফাঁকি (চিতাঙ্গ)
বাড়াইয়া পিরিতি, শিখাইলো রীতিনীতি,
কেন বন্ধে ঘটাইলো দুর্গতি
শিখাইয়া প্রেম খেলা, লুকাইলে কই ওরে কালা
তোমার প্রেমে হইলাম দেশান্তরী ।।
হইলাম পাগলের বেশ, তবু তর না পাই উদ্দেশ
বল এখন কেমনে জীবন রাখি ।।
নিত্য আসে নিত্য যায়, ত্রিপুন্নিতে মধু খায়
অভাগিনী সদাই চাইয়া থাকি
দেখি তার লীলাখেলা, আমার পানে চায়না কালা
বল এখন কেমনে পিরিত রাখি ।।
ত্যজিয়া কুলমান, যৌবন করিলাম দান
যেন বন্ধু যায় না গো পাশরি
কোন রমণী পাইয়া তারে, রাখিয়াছে হৃদয় মাজারে
কালাশায় কয় বন্ধুর শোকে মরি গো সখী ।।