আয়না তোরা কে কে যাবি
ভাইরে প্রেমের বাজারে
প্রেম বাজারে প্রেম ভরা
কে কে যাবি, আয়গো তোরা
চল শীঘ্র কইরে ।।
প্রেম বাজারের মহাজন বিনামূল্যে
যাচে যদি জাইছা দিবো তরে ।।
নবরঙ্গ করে খেলা, তিনদিন থাকে ঘাটের মেলা
ঘাটে গিয়া দেখ তারে ।
হীরালাল পরশমূর্তি, দেখিতে চান্দের জ্যোতি
তার তুলনা কি দিবো সংসারে ।।
প্রেম বৃক্ষেরই দুইটি মূল, চারটি কলি, পঞ্চ ফুল
শোভা করে ছয় ডালে ।
এক ডালে অপূর্ব লীলা, দেখলে ঘুইচে যাবে জ্বালা
খেলবে সদায় আনন্দ সাগরে ।।
প্রেম বাজারের লীলাখেলা,
দেখলে খুইলে যাবে তালা
অন্ধকার নাহি রবে ।
আকাশ পাতাল আদি, ত্রিভুবন পাহাড় নদী
চক্ষের পলকে দেখতে পারে ।।
অধম কালাশায় কয়, প্রেমের মরা যেজন হয় ।
সদাই থাকে মাশুকপুরে ।
মাশুক তার চিন্তামণি, দুঃখে সুখে হয়গো ধনী
প্রেমের মরা মরিয়া না মরে ।।