কালা শাহ রচিত গান নং ২২৮

ও মোমীন দেখছো নি, বে-নামাজীর জিন্দেগানী ।
বে-নামাজীর জিন্দেগানী, কুত্তাকুত্তির দেখ নিশানী ।।
বে-নামাজীর কেছা ধারা, ওজু-গোছল কায়দা ছাড়া
না পাকেতে জন্ম তারা, কাজ করে কেবল শয়তানী ।।
আলেম-ওলামার শুনলে কথা, বজ্র ভাঙিয়া পড়ে মাথায়
হক কথাতে জন্মে ব্যাথা, সৎকাজে করে দুষমনি ।।
বে-নামাজীর জামাতে খানা, হাদীসে কোরাণে মানা
খাইলে খানা ওরে কানা, দোজখে দিবো রব গনি ।।
এই দেশের ধনী যারা, কটের জমিন চষে তারা
সুদের বদলে ফসল খায়, ফকীর-আলেম-জ্ঞানী ।।
আওরত-মর্দে সঙ্গ করে, দিন দুই পহর, না গোসল করে
না পাকেতে ঘুইরা ফেরে, হাওয়ানের মত জানি ।।
বে-নামাজীর বেটাবেটি, মায়েরে বকে হেটির হেটি
বাপে-পুতে কুটাকুটি, রহমতের নাইরে পানি ।।
রোজা রাখ নামাজ পড়, মুসলমানী জান কড়
কথা মানো কালাশার, মুর্শীদ ভজে হও জ্ঞানী ।।