হায়রে আফসোস, হায়রে হায়
প্রাণ কান্দে মোর, যাইতে সোনার মদীনায় ।
নূরনবী হৃদয়ছবি, শুনিয়া পাগল মনরায় ।।
নবী আমার নির্ধনীয়ার ধন
নবী বিনে এই সংসারে কেউ নাইরে আপন ।
এমন দয়াল নবী কোথায় পাবো, হায়রে হায় ।।
মক্কা শরীফ আবদুল্লার ঘরে
জন্ম লইয়া দয়াল নবী, দেখো কি করে ।
উম্মতি উম্মতি বলি কান্দিতেন সর্বদায় ।
নবী যদি পয়দা না হইতো
আসমান-যমীন চাঁন্দ-সুরুজ, কিছুই না হইতো ।
গুনাগার উম্মতের লাগি, আইলো নবী দুনিয়ায় ।।
মোহাম্মদ মোস্তফা যান নাম
সাফিউল মজনবী, গুনা বকশাইবা তামাম ।
নবী ধ্যানে মনপ্রাণে পড় দরুদ সর্বদায় ।।
হিসাব দিতে হবে পেরেশান
জ্বলিয়া কাবাব হবে হাশরের ময়দান ।
বাবাজান বাবাজান বলে কাইন্দা কইবেন ফাতেমায় ।।
লৌলাক সফিল পরোয়ার
জলদি কইরা তরাও বাবা উম্মত তোমার ।
তখন নবী ইসলাম রবি, কান্দিবেন আল্লার দরগায় ।।
রহিম রহমান পাক সাঁই
তুমি বিনে ফরিয়াদের আর জাগা নাই ।
তোমার বান্দা আমার উম্মত, তাপে সে জ্বলে সর্বদায় ।।
দেইখা নবীর মলিন বদন
হাসেন হুসেন আসি কহিবেন তখন ।
আমার শহীদের দাদ লও তোমার উম্মতের দায় ।।
আবু বকর, হযরত আলী
ওমর, ওসমান আর ফাতেমা জননী ।
জগতমাতা, সবের দাতা, যাইবেন আল্লার দরগায় ।।
তোমার বান্দা নবীজির উম্মত
কষ্টভোগে হাশরেতে কতই ছিদ্দত ।
দেইখা তোমার বান্দার হাল, কলিজা ফাটিয়া যায় ।।
তখন আল্লা জলিল জব্বার
পাঞ্জাতনের সুপারিশ করিবেন উদ্ধার ।
পাক পাঞ্জাতন, হক নিরঞ্জন, বিরাজ করে কোন জাগায় ।।
এগো, নাকিছ কালাশায় কমিন
মাইয়ার প্রেমে মইজা রইলা, ভুইলে নবীর দ্বীন ।
পাইলামনা নবীজির চরণ, নফসের উছাচ, পেটের দায় ।।