কালা শাহ রচিত গান নং ২০৪

হায়রে অজ্ঞান মন, কেন করো উচাটন ।
কোন ঘড়ি আসিয়া তরে বান্ধিবে শমন ।।
ছাড়ো ভবের ধান্দাবাজি, সৎকাজে কেন হওনা রাজী
কু-কাজেতে হইলে আগমন ।
বাসা-বাড়ি ছাড়িয়া যাবে, ধন-কড়ি পড়িয়া রবে
শ্মশানঘাটে নিয়া তরে করবে রে দাহন ।।
দেখরে দেখরে ভাই, জিন্দেগীর ভরসা নাই
দুইদিনের জিন্দেগীর লাগি করলে ধনজন ।
একা আইলে একা যাবে, সঙ্গে কেহ নাহি যাবে
হবেনা সঙ্গের সাথী পুত্র-পরিজন ।।
পাইছো মাইয়ার ভালবাসা, মজিয়ে করো রং-তামাশা
গুরুর প্রেম না করলে সাধন ।
কালাশায় কয় কাঙ্গাল বেশে, চলরে ভাই গুরুর দেশে
গুরুর প্রেমে মইজে থাক, কী করবে শমন ।।