কালা শাহ রচিত গান নং ১৮২

আমি দুষি হইলাম বন্ধু, তোমারই দরবারে ।
(চিতান) কত লক্ষ দোষের দুষি
কি দিয়া খুশী করিমু তোমায়, বলো আমারে ।।
যাবত জীবন করি উচাটন, তোমারে পাইবার আশে ।
জীবন করিলাম শেষ, না পাইলাম তোমার উদ্দেশ
তুমি রইয়াছো বন্ধু কার বাসরে ।।
(হায়রে) পিরীতি করিয়া, না চাইলায় ফিরিয়া
কি দোষী জানিলায় মোরে ।
হায় হায় করি, এ সংসারে ঘুরি
ধরা দিলায়না বন্ধু কেবল আমারে ।।
(হায়রে) তোমার এ কী রীতি, বাড়াইয়া পিরীতি
শেষকালে বন্ধু ঘটাও দূর্গতি ।
দুষিনা দুষিনা, তোমারে দুষিনা
খুশী রাখো বন্ধু মনে চায় যারে ।।
(হায়রে) কাফ লাম ও শিন, কান্দি রাত্র দিন
ছাড়মুনা তোমারে ।
তোমারই চরণ, করিয়া স্মরণ
সাঁতার দিয়াছি বন্ধু অকূল সাগরে ।।
(হায়রে) করো বা না করো পার, ক্ষতি কিবা আছে তার
ধরিয়াছি তোমারে ।
যা ইচ্ছা লয় তাই করো, সকলই করিতে পারো
কিঞ্চিত দয়া বন্ধু করো কালাশারে ।।