তোমরা শুনছো নি গো ললিতে
বন্ধে মোরে পাগল করিলো পিরীতে ।।
(হায়রে) কইরা পিরীতি ছাড়িয়া গেলো গো সই
আমি পারিনা গো সহিতে ।।
বন্ধু আমার নির্ধনিয়ার ধন
বন্ধুর ভাবে জীবন গেলো, কি করি এখন ।।
(হায়রে) কইতে নারি, সইতে নারি গো সই
সে যে ভুলাইলো কি মতে ।।
বন্ধু আমার নয়নের তারা
দেখলে সে প্রাণে বাঁচি, না দেখলে মরা ।
(হায়রে) নিদয়া নিষ্ঠুর বন্ধু গো সই
আমায় কী শেল মারলো বুকেতে ।।
অধম কালাশায় বলে
বন্ধু আমার রসের নাগর, পাইমু কই গেলে ।
পাইতাম যদি, ধরতাম গলে গো সই
প্রাণবন্ধু দিতাম না গো যাইতে ।।