কালা শাহ রচিত গান নং ১৪৭

বন্ধু আমার শ্যাম চিকন কালা
বন্ধুর লাগিয়া উদাসী হইয়া
গলে পইড়াছি বন্ধুর কলঙ্কের মালা ।।
বন্ধুর উদ্দেশ্যে, ঘুরি হুশ-বেহুশে
সহিতে না পারি বন্ধের জ্বালা ।
হায় বন্ধু প্রাণধন, তোমা লাগি যায় জীবন
কোথায় লুকাইলে বন্ধু, চক্ষে দিয়া তালা ।।
বন্ধু আমার জানের জান, বন্ধু আমার কুলমান
বন্ধের লাগি মাথে লইলাম কলঙ্কের ডালা ।
কহিতে না পারি, সহিতে না পারি
কেন দিলায়রে বন্ধু এত প্রেমজ্বালা ।।
হায় বন্ধু প্রাণধন, কি দিলে তোমার মন
পাইমু ঘুচিবে জ্বালা ।
দিবস রজনী, কান্দি একাকিনী
তুমি আইলানা বন্ধু, রহিলাম একেলা ।।
কাফ লাম শীনে জবর বিনে মিলবে কি কালা
পিরীতি করিয়া, কেনে যাও ছাড়িয়া
নিশ্চয়ই জাইনেছি বন্ধু ঠগের কমলা ।।