বন্ধের জ্বালায় শরীর কালো, সহেনা পরাণে আর ।
কোন দেশেতে বন্ধুয়ার বাজার ।।
অভাগিনী পাগল করিয়া
কোন দেশেতে গেলো বন্ধু, না পাইলাম ঢুরিয়া ।
একলা মনে বইসা কান্দি, জ্বলিয়া হইলাম আঙ্গার ।।
খাট-পালঙ্ক গালিচা মখমল
বন্ধুর লাগি বিছাইলাম বিছানা সুন্দর ।
আইলোনা মোর প্রাণবন্ধু, কান্দি সদাই জারেজার ।।
মারলে বন্ধু খেদঙ্গের তীর
কলিজা ছেদিয়া আমার হইলো বাহির ।
কি করিবো, কোথায় যাবো,
কার ঠাই কইমু দুঃখ আমার ভাইরে ।।
অধম কালাশায় বলে, সাগরেতে ঝাপ দিলে শীত যায় দূরে ।
জীবন যৌবন দিয়া না পাইলাম বন্ধের দিদার ।।