কালা শাহ রচিত গান নং ২৩২

প্রেমখেলা সকলে জানেনা, পাষাণ মনা ।
প্রেমিক বিনে প্রেম কি জানে, প্রেম কি সকলে চেনে
দেখাদেখি হইলে দেওয়ানা ।।
প্রেমরতন অমূল্য ধন, চিনছে যেজন করছে ওজন
তার ভবে নাইরে তুলনা ।
লাইলি মজনু প্রেম করে, গিয়েছিলো অমরপুরে
এমন প্রেমিক মিলে কয়জনা ।।
লোকে বলে কর্ণে শুনি, চণ্ডীদাস আর রজকিনী
এক প্রেমেতে ছিলো দুইজনা ।
অমূল্য প্রেম করেছিলো, মৃত্যু দেওয়ায় জীবন পাইলো
প্রেমিকের প্রেম মরলে ছোটে না ।।
হযরত বিলাল প্রেমিক ছিলো, আযান দিতে সবে কইলো
আযান দিতে হইলেন রওয়ানা ।
মোহাম্মাদুর রসুলুল্লা, কইতে নবী কোলে লইয়া
চল বিলাল, ডাকইন রব্বানা ।।
সত্য প্রেমের প্রেমিক ছিলো, ইসমাইল কোরবানী দিলো
ইব্রাহীম নবী, নামটি শোনো না ।
ইব্রাহীম নবীবরে, নমরুদে আতসে ঢালে
নাম স্মরণে নবী জ্বলে না ।।
শেখ ফরিদ এক প্রেম ভিখারী, ছয়ত্রিশ বছর বাসা ছাড়ি
আহার নিদ্রা কিছু ছিলো না ।
মুছা নবী কুহু তুরে, নূর তাজাল্লি পাহাড় জ্বলে
প্রেমতরঙ্গে নবী জ্বলে না ।।
শরীয়তের মছলা জারি, মারেফতের ভেদ ভারী
সে ভেদ তো আমি পাইলাম না ।
মনসুর হল্লাজ প্রেমিক ছিলো, শরীয়তে গুল্লি দিলো
আয়নাল হক নাম কভু ছাড়লো না ।।
প্রেম ছিলো আরশ মহলে, স্থান পাইলো আশেকের দিলে
আশেকের ভেদ জানইন রব্বানা
কেরামিন কাতেবীন কান্দে, হররোজের হিসাব বান্দে
আশেকের ভেদ তারা জানে না ।।
কালাশায় কয় মন গুমানে, মারা গেলাম দোজাহানে
প্রেম কি ধন, আমি চিনলাম না ।
যেজন প্রেমের ভাব জানেনা, তার সনে নাই লেনাদেনা
অপ্রেমিকে করো মার্জনা ।।