আল্লা কাদির গনি সাই
আল্লা, তোমার কাছে তোমারে আমি চাই ।
তুমি বিনে দোজাহানে আমার লক্ষ্য নাই ।।
ও আল্লাজি, চাইনা আমি ইষ্টি কুটুম
চাইনা সোদর ভাই ।
চাইনা আমি টাকা কড়ি, পিতা ভগ্নী মাই ।।
ও আল্লাজি, গফুর রহিম নাম, রহমতে করো কাম
রহমতের ঐ ভিক্ষা চাই ।
রহমতের ছায়া দিয়া, রাখো মোরে নেওয়াজিয়া
তোমার মতো এমন দয়াল নাই ।।
ও আল্লাজি, আমার যে গুনার তাপে
আসমান যমীন কাপে
গুনাখাতা মাফ করো সাই ।
তোমার করিম রহিম নামের গুনে
আমি পাপী দ্বীনহীনে
তুমি বিনে ফরিয়াদের জাগা নাই ।।
ও আল্লাজি, কালাশা অধম কায়া, তুমি না করিলে দয়া
বলো আমি কার কাছে যাই ।
রাখো মারো যাহা করো, চাইনা বিচার অন্য কারো
আমি তোমার, তুমি আমার, ঐ ভিক্ষা চাই ।