কালা শাহ রচিত গান নং ১৯৮

বন্ধের প্রেমে হইলাম কলঙ্কিনী গো
বন্ধু আমার কই রইলো না জানি ।
আমার বন্ধু প্রাণসিন্ধু, তোমরা কেহই দেখছো নি ।।
বন্ধু আমার প্রাণেরই দোসর
বন্ধু বিনে এ সংসারে কেউ নাই রে সহদর ।
বন্ধু বন্ধু বন্ধু বলে কান্দি দিন রজণী গো ।।
বন্ধু আমার নিদয়া পাষাণ
তিলেকমাত্র না দেখিলে উড়িয়া যায় পরাণ ।
এগো, বন্ধু ভাবি সর্বত্যাগী, হইলাম কাঙ্গালিনী গো ।।
পাইতাম যদি বন্ধের দরশন
জীবন-যৌবন দিয়া রাখতাম বন্ধের মন ।
এগো, এই মন দিলে সেই মন পাইতাম
হইতাম মহা ধনী গো ।।
ভাইবা অধম কালাশায় বলে
আমার বন্ধু রসের নাগর, পাইমু কই গেলে ।
এগো, আড়ালে আড়ালে দেখা
জুড়ায় না মোর পরাণি গো ।।