নবীজির চরণে ধরি, বাইয়া যাও মন নামের তরী ।
(চিতাঙ্গ) নবী বিনে দোজাহানে কূল কিনারা নাই খাড়ি ।।
নবী যদি না হইতো, কিছু পয়দা না করিতো,
নবীজির ইজ্জতে পয়দা এই সংসারের নর নারী ।।
কাফির জালিমগণে, কষ্ট দিলো কত মনে,
সহ্য তোমার জানে প্রাণে, মুসলমান হইতে জারী ।।
শফিউল মোজনবীন তুমি, কোরআনে শুনিয়াছি আমি,
তরাইবায় উম্মত পাপী আছি সব ইন্তেজারি ।।
হাশর ময়দান পরে, সুপারিশ করিবারে
নবী বিনে সেই নিদানে কে আমার হবে কাণ্ডারী ।।
প্রেম ছিলো আরশ মহলে, স্থান দিলো আদমের কলে,
কালাশায় কয় পাইছে মজা যারা নবীর প্রেম ভিখারী ।।