মাইয়া হইলো ডিগরা রশি, পুরুষও ছাগল ।
বাজিগরের বাজিগরি ভাইরে, লাগাই দিছে কল ।।
লোহা আগুনে জ্বলে, মাইয়ার প্রেমে পুরুষ গলে ।
কি কারখানা করছে মওলায়, পুরুষ মারবার কল ।।
চুম্বক লোহায় কি কারখানা
বাইনের লোহায় টান মানে না ।
মুর্শীদ ভজো কল বুঝনা, ভাইরে হারাইলে সকল ।।
আদ্দি ছড়ার মদ্দি খালে, বান্ধো নৌকা কলকৌশলে ।
কাম-কুম্ভীরে দেখলে নৌকা ভাইরে, হইয়া যাবে তল ।।
কাম-কুম্ভীর যে মারতে পারে
মাইয়া সাধন করতে পারে ।
না দিলে কিনিতে পারে ভাইরে কালাশার আসল ।।