কালা শাহ রচিত গান নং ১৪৯

বন্ধু আমার নয়ন মণি
দেখিলে যে তরি, না দেখিলে মরি
তোমার লাগি বন্ধু আকুল প্রাণি ।।
হায় বন্ধু সাম চন্দ, তুমি আমার জানের জান
না দেখিলে বাঁচেনা পরানি ।
দিয়ে বাক্স তালা, করিলে উজালা
কোন দোষে বন্ধু না দিলা ছুড়ানি ।।
দিবস রজনী দুই নয়নের পানি
মুছিমু কত হইয়া অজ্ঞানি ।
তুমি দয়াবান, একবিন্দু করো দান
এক বিন্দু পাইলে বন্ধু হই মহাধনী ।।
সরল মনে সরল প্রাণে প্রেমের পিপাসীনি ।
প্রেমের আবেশে প্রেমের জোশে খেলেন মোহিনী ।।
কাফ লাম শীনে জবর বিনে
মিলবে কি নামের ধ্বনি ।
হইয়া পাগলিনী, বন্ধুর কাঙালিনী
জগত মাঝে কালা কলঙ্কিনী ।।