কালা শাহ রচিত গান নং ১৪

তুমি নবী উম্মতের কাণ্ডার
ও দয়াল, তুমি বিনে নাই নিস্তার ।।
আখেরের যত গুনাগার, আনিয়াছে উদ্ধারের ভার,
গুনাগার করিতে উদ্ধার
আমি গুনাগারের গুনাখাতা
ও দয়াল বখসাইয়া লও আমার ।।
জন্মিয়া মায়েরই ঘরে, উম্মতি উম্মতি স্বরে
ফুকারিলা জানি তিনবার
তোমার মহিমা ভারি, ও দয়াল
পাঠাইলা পাক পরওয়ার ।।
আবু বকর, হযরত আলী,
ওমর ও ওসমান গনি
তাঁরা তোমার দ্বীনের দেওয়ার,
মুসলমানী দ্বীন জারি
ও দয়াল তোমার ডঙ্কা বাজে সার ।।
যেদিন হাশর হবে, তোমার পানা সবে চাবে
পীর, পয়গম্বর, আউলিয়া, সরদার
তুমি দয়া না করিলে
ও দয়াল কে হইতে পারে পার ।।
কালাশাহ অধম কায়া, তুমি না করিলে দয়া
বলো নবী কে আছে আমার
তোমার নিজগুণে তরাও মোরে
ও দয়াল আমি বড় গুনাগার ।।