কালা শাহ রচিত গান নং ৬৪

মনের মানুষ দেখবি যদি, চল দিলবরের শহরে ।।
দিলবর নামে এক বিবি,
আফতাবও সমান ছবি, দেখছনি দিলবরে ।
কেছা বিবি দিল পছন্দ, যেমন পূর্ণিমায়ের চান্দ রে
দেখে সে জীবিত প্রাণে মারে ।।
কাম নদীরও সেই পার, দিলবরের কারবার
কেহ নাহি যাইতে পারে ।।
নদীতে কুম্ভীরে খায়, শুকনাতে বাঘে দৌড়ায়
উড়িয়া যাইতে প্রাণ যায় তার যায়রে ।।
চল ভাই মুর্শীদের কাছে, পঞ্চশক্তির ঘোড়া আছে
ভক্তির টাকায় কেনো তারে ।।
হস্ত পদ ঘোড়ার নাই, দিনে রাইতে দৌড়ে ভাই
সেই ঘোড়ায় লইয়া যাইতে পারে ।।
আজব ঘোড়া কী বাহার, আট রসেরই গদি তার
পৃষ্ঠে যেই সাধু চড়ে ।।
দিলবর বিবি সঙ্গে করি, হাওয়া ছাড়ি যায়গো উড়ি
মক্কা মদীনা তাওয়াফ করে ।।
কেশের চুল ও হীরার ধার, সেই ঘোড়াতে হবে পার
ঘোড়া চেনো মুর্শীদ ধ্যানে ।।
কালাশার ঘোড়ার ভাই, জিন গদি লাগাম নাই
দৌড়ে ঘোড়া কাম সাগর পাথারে ।।