কালা শাহ রচিত গান নং ৩৮

কালাশা তুই দোষী ভবে, লোকে বলে জাদুগীর ।
ওরে কেহ ভালা, কেহ শালা, কেহ কেহ বলে পীর ।।
জাদুটোনা আল্লায় জানে, আমি মিছা কয় বেঈমানে ।
মওলানা জানশরীফ বাবা তোমার পদে দিছি শির ।।
রাখো মারো যাহা করো চাইনা ভালো অন্য কারো ।
তুমি যদি করো দয়া, কীসের ভয় মোর কলঙ্কের ।।
যাদুটোনা নাহি জানি, তোমার নামের কাঙালিনী ।
কোন ঘড়ি বান্ধিবো যমে, মন আমার হয়না স্থির ।।
কালাশা তুই কলঙ্কিনী, লোকে করে কানাকানি ।
সাক্ষী থাকিও চন্দ্র-সূর্য যেদিন বিচার হয় বাদীর ।।