কালা শাহ রচিত গান নং ২১৬

দেখরে ভারতবাসী, গলেতে দুধারা ফাঁসি
এমনভাবে ধরছে কষি, ছাড়াইবার সাধ্যি নাই ।।
জমানার হইলো শেষ, বেঈমানে পাইয়াছে দেশ
ঈমান আমল ঠিক রাখতে পারি নাই ।।
ধর্ম পথে দিলে মন, সামনে খাড়া তিনজন
তিন জনের তিন কথা, কোন পন্থে সে যাই ।।
মুন্সী মৌলবী যত, ওয়াজ করে শত শত
রোজা-নামাজ ছাড়া গতি নাই ।।
এখন জুম্মা পড়তে মানা, আমরা হইছি দিনের কানা
গরামেতে জুম্মা পড়লে, আজাবে মুক্ত নাই ।।
জুম্মার নামাজের দিন, গোছল করে যে মন
ষাইট বৎসরের নেকী পায়
মকছেদুছ ছালিহিন বিছে দেখিয়াছি ভাই ।।
নূর কালিতে অজুদ মাখা, যে পাইয়াছে নূরের দেখা
কালির লেখা সে তো পড়ে নাই ।
মৌখিক মৌলবী যারা, ইলমি তাজের দৌড়ায় ঘোড়া
বাতেনী ঘোড়ার সাথে কভু পারে নাই ।।
তনশরীফে দিল্লির শহর, তার ভিতরে কাবার ঘর
পঞ্চ মিলি নামাজ পড়ো ভাই ।
কালাশায় কয় দেখ ভাই, স্বত্ব ছাড়া হবে নাই
জাহেরে বাতেনে স্বত্ব, নামাজ ছাড়ি নাই ।।