দেখলে নি মন চিনবায় গো তারে ।
আকারও বিকার নাই, নামটি তার শুনতে পাই
দয়ার সাগর বন্ধু আছেন কোন শহরে ।।
জন্মাবধি শুনি নাম, উদ্দেশ্যে তে করি কাম
কিছুতে তার আকার না মিলে ।
কেউ বলে আকার, কেউ বলে নৈরাকার
কেউ বলে সাকার, মিলে মুর্শীদপুরে ।।
কেউ ঢুড়ে কল্পপুরে, কেউ ঢুড়ে মক্কা শহরে
কেহই ঢুড়ে সরুপুরে ।
আমি যত ইতি শুনতে পাই, কিছুতে না কিছু পাই
ধরতে গেলে ধরা দেয়না গো আমারে ।।
আল্লা নবী আদম হাওয়া, লাহুতে ত্রিপুনি খেওয়া
বইসে বইসে দেখ ধিয়ান করে ।
হায়রে ছিয়া ছফেদ লাল দরজা, চাইর রঙের চাইর পর্দা
কোন পর্দাতে বল কেবা বিরাজ করে ।।
তারে যদি চিনতে চাও, ধর গিয়া মুর্শীদের পাও
কালাশায় কয় যতন করে ।
একে দুই, দুইয়ে তিন, তিনেতে এক করো চিন
না চিনলে কি তারে চিনতে পারে ।।