দমে দমে পড়ো জিকির, আল্লাহু আল্লা ।।
কলবের জঙ্কার, কাইটে হবে পরিস্কার
অন্ধকার ঘর তোমার হইবে উজালা ।।
(হায়রে) দম শিকলে বান্ধো নাম, জপ করো হর মুদাম
উপর তালায় নাটমন্দিরে লাগাইয়া তালা ।
দিতে পারলে তালা, দেখবে লীলা খেলা
ইহকাল পরকালের মুইছে যাবে জ্বালা ।।
(হায়রে) জ্বালাইয়া ধিয়ানের বাতি, পড়ো জিকির দিবারাতি
মুর্শীদ বর্জক ধইরে নিরালা ।
ছরকাত কয়বর, পুলছিরাত হাশর
চারি নিদানে মুর্শীদ হইবো সঙ্গীলা ।।
(হায়রে) এই যে কলবের ভিতর, আছে এক আজব শহর
তারেতে চলছে খবর, শুনে সে কালা ।
(এগো) হাদীসে প্রমাণ আছে, জিজ্ঞাস কর পীরের কাছে
কুলবিল মোমীন পড় আরশে আল্লা ।।
(হায়রে) ঐ তনু দমে জান, কোন দমেতে মোসলমান
কোন দমে কাফের বেঈমান
কোন দমেতে মোমীনান, কোন দমে হাদীস কোরাণ
কোন দমেতে আশেক মাশুক বইসা করে খেলা ।।
(হায়রে) পাঁচ পাঁচা পঁচিশের ঘরে, দম সওয়ারী রূহু পরে
দিবানিশি আয় যায় স্বরে ।
পঞ্চ মিলে নামাজ পড়ে, রোজ সাজিদা কারে করে
এইসব কথার ভেদ জানিয়া খেলো প্রেমের খেলা ।।
(হায়রে) সঙ্গের সঙ্গী কেহ নাই, কি বুঝ পাইয়াছো ভাই
সময় থাকতে লাগাও ঘরে বুঝেরই তালা
আসিবে তুফান, ছিড়িবে ঘরেরই বান
মনপাখি উইড়ে যাবে গহীন জঙ্গলা ।।
(হায়রে) কালাশাও দ্বীনহীন, না পাইলাম দমের চিন
সঙ্গের সঙ্গী আমার সব ছাড়ি গেলো ।
কাফ লাম শীনে, তারে নাহি চিনে ।
জবর বিনে মিলিবো কি কালা ।।