হায়রে সোনা বন্ধু তোমায় দিলাম এ জীবন যৌবন
দিয়া না পাইলাম তোমার মন ।।
তোর প্রেমে যে পড়িলো, কানতে কানতে নয়ন গেলো গো
তবু আশা না পুরিলো, সয়না জ্বালাতন ।।
এমন কঠিন তুমি, আগে তো জানিনা আমি গো
জানিলে কি তোর প্রেমে মজিতাম কখন ।।
কইরা মোরে কলঙ্কিনী, কেন বন্ধু চাওনা ফিরি গো
জাইনাছি জাইনাছি বন্ধু তুমি যতনের রতন
মারিলে দারুন শেলও, কলিজা ছেদিয়া গেলো গো
কালাশা তর প্রেমাগুনে হইলো দাহন ।।