কালা শাহ রচিত গান নং ১৭৮

রূহ না চিনিলে সকলই অচিন ।
আগে চেনো নিজকে নিজে, পাছে চিনবায় দ্বীন-বেদ্বীন ।।
নাহি চেনো অপনাকে, ইসলাম ধর্ম কেমন কইরে গো ।
এগো, আগে চেনো আপনাকে, চিনবে তখন নবীর দ্বীন ।।
রূহের সঙ্গে হুয়ের খেলা, দমের সঙ্গে উলামেলা গো ।
এগো দেখবে কালা, করবে খেলা, মুর্শীদ বর্জক কর স্বাধীন ।।
শরীয়তে রাস্তা পাওয়া, তরিকতে জাহাজে খেওয়া গো ।
এগো হকীকতে রেলে যাওয়া, মারেফত পলাই মেশিন ।।
মুর্শীদের আওয়াজের চোটে, বালকের কলব ফোটে গো ।
ছয় লতিফায় জিকির ওঠে, দমের ঘোড়ায় লাগাও জিন ।।
গানবাজনা শিক্ষা করি, তরাই-বড়াই, গপগুজারী গো ।
এগো কলুর বলদ পাকে ঘোরে, চক্ষে আন্ধি রাত্রদিন ।।
কাফ লাম ও শীন অক্ষরে, জবর দিলে পাখি ওড়ে গো ।
এগো উড়ে পাখি, কেউ না দেখি, ধরলে পাখির পাবে চিন ।।