কালা শাহ রচিত গান নং ৩০

নামাজ পড় মোমীনগণ, নামাজে হয় দিলরুশন
নামাজ না পড়িলে মানুষ পশুরও জীবন ।।
আকিমুস সালাত মানি কায়েম করো নামাজখানি
মানুষকুলে আছো যতজন ।।
কুরানে ফরমাইছেন বারি, কেবলা রোখে মুখও করি
জামাতে মসজিদ ভরি পড়ো মোমীনগণ ।।
নিয়ত সুরার মানি, দিলেতে একিন জানি
নামাজেতে হও আগমন ।।
ফাওয়াইলুল্লিল মুসাল্লিনা, নাহলে সুস্থ নামাজ হয়না
ইন্না সালাতে তানহা বলিয়াছেন নিরঞ্জন ।।
বেনামাজি জাহান্নামি, শুওর বা কি, না হয় কমি
কিতাবে বলিয়াছেন রুমী শোনো বন্ধুগণ ।।
আতসী কবরে ভাবে, উর্দ্ধে নীচে আগ জ্বলিবে
কত বা সহিবে জ্বালা করিবে রোদন ।।
টাকা পয়সা সিন্দুকেতে, ছেড়ে যাবে খালি হাতে
খাট পালঙ্ক বালাখানা কে নিবে তখন ।।
একেলা কবরে যাবে, সঙ্গে কেহ নাহি রবে
মান রব্বুকা জিজ্ঞাসিবে ফেরেশতা ২ জন ।।
উত্তরেতে ত্রুটি পাইলে ফেরেশতা উঠিবে জ্বলে
দোজখেরও গর্ত হবে কবরের গঠন ।।
সঠিক উত্তর যে দিবে কবরে গোলজার হবে
বেহেশতী আসন তারে দিবেন পাকও নিরঞ্জন ।।
অধমও কালাশা কয়, নামাজ বিনে গতি নয়
পড় নামাজ করিয়া যতন ।।
কালেমা নামাজ রোজা, হজ্জ যাকাতে ঈমান তাজা
এই পাঁচ কামে বড় মজা বেহেস্তেরই ধন ।।